ভালুকা উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে 'ভালুকা উপজেলা বৃক্ষমেলা-২০২৫'-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) ভালুকা উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়।
বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইকবাল হোসেন, এবং ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভালুকা উপজেলার নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।
এই মেলার প্রধান লক্ষ্য হলো পরিবেশের ভারসাম্য রক্ষা করা এবং বৃক্ষরোপণে সাধারণ মানুষকে উৎসাহিত করা। মেলায় বিভিন্ন ধরনের ফলজ, বনজ, ঔষধি, এবং শোভাবর্ধক গাছের চারা প্রদর্শন করা হচ্ছে।
এর মাধ্যমে একদিকে যেমন প্রকৃতি ও পরিবেশের প্রতি মানুষের আগ্রহ বাড়ানো হচ্ছে, তেমনি গ্রামীণ অর্থনীতিকেও চাঙ্গা করার সুযোগ তৈরি হচ্ছে।
বৃক্ষমেলার প্রথম দিনেই দর্শনার্থী ও ক্রেতাদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। মেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন নার্সারি তাদের স্টল সাজিয়েছে।
এই ধরনের উদ্যোগ পরিবেশ সুরক্ষা এবং স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
কেইউ/জনতারটিভি
আপনার মতামত লিখুন :