ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েছে ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থী। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউছার বেগম জানান, দুপুরে কয়েকজন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে পরিস্থিতি বিবেচনায় বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশলয় সাহা বলেন, প্রচণ্ড গরমের কারণে শরীরে অতিরিক্ত ঘাম, পানির ঘাটতি, লবণের অভাব ও শারীরিক দুর্বলতা তৈরি হয়। এ ধরনের কারণেই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। এ সময় শিশু-কিশোরদের প্রচুর পানি পান করা, লবণ-গ্লুকোজ জাতীয় খাবার গ্রহণ এবং ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নেওয়া অত্যন্ত জরুরি।
ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাসপাতালে গিয়ে অসুস্থ শিক্ষার্থীদের খোঁজখবর নেন।
আপনার মতামত লিখুন :