মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় মালদ্বীপে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুলাই) দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া পরিচালনা করেন প্রবাসী বাংলাদেশি মাওলানা মো. ওমর ফারুক। এতে উপস্থিত ছিলেন হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকরা।
দোয়া মাহফিলে সম্প্রতি ঘটে যাওয়া বিমান বাহিনীর মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করা হয়। একইসঙ্গে আহতদের সুস্থতা ও পরিবার-পরিজনের ধৈর্য এবং মনোবলের জন্যও দোয়া করা হয়।
এ উপলক্ষে হাইকমিশনের পক্ষ থেকে নিহতদের স্মরণে একটি শোক বইও খোলা হয়েছে, যেখানে প্রবাসী বাংলাদেশিরা তাদের শ্রদ্ধা, ভালোবাসা ও অনুভূতি লিপিবদ্ধ করতে পারবেন।
বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে এ দোয়া মাহফিলের মাধ্যমে প্রবাসীদের একত্রিত করে জাতীয় শোক ও সহমর্মিতার বার্তা তুলে ধরার চেষ্টা করা হয়।
আপনার মতামত লিখুন :