• ঢাকা বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

তেহরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সরকার

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুন ১৭, ২০২৫, ০৮:৩৫ পিএম

তেহরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সরকার

ইরানের তেহরানে থাকা প্রায় ৪০০ বাংলাদেশির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সরকার। এদের মধ্যে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা শ‍‍`খানেক বাংলাদেশি স্থানান্তরের কাজ শুরু হয়েছে। পাশাপাশি দূতাবাসের কূটনীতিকসহ অন্যান্য কর্মকর্তা এবং তাদের পরিবারকে নিরাপদ স্থানে স্থানান্তরের কাজ চলছে।

মঙ্গলবার (১৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা বিষয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী।

ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব জানান, ইরানে দুই হাজারের বেশি বাংলাদেশি আছে। এদের মধ্যে আমরা যাদের নিয়ে উদ্বিগ্ন তারা তেহরানে আছেন। এই সংখ্যাটা ৪০০ হবে। তেহরানে কিছু বাংলাদেশি আছেন, যারা এখন এই হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। তাদেরকে আর আমাদের দূতাবাসে যারা কাজ করছেন তাদের জন্য এখন আমরা কাজ করছি, যাতে এরা নিরাপদে থাকতে পারে।

রুহুল আলম বলেন, তেহরানের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবার যারা আছেন তারা অত্যন্ত হুমকির মুখে পড়েছে। তেহরানে থাকা বাংলাদেশি এবং দূতাবাসের কর্মকর্তাদের নিরাপদে সরে যাওয়ার পরামর্শ দিয়েছি আমরা।

তাদেরকে তেহরান থেকে দূরে কোথাও কিছু সময়ের জন্য রাখার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। তেহরানে আছে এমন ১০০ জনের মতো বাংলাদেশি যোগাযোগ করেছে। তারাসহ দূতাবাসের কর্মকর্তা এবং তাদের পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য সব ব্যবস্থা সম্পন্ন করব।

Link copied!