• ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
 রাখে আল্লাহ মারে কে

১৮ তলা থেকে পড়ে অলৌকিকভাবে বেঁচে গেলো শিশু! 

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২, ২০২৫, ০৩:৩৯ পিএম

১৮ তলা থেকে পড়ে অলৌকিকভাবে বেঁচে গেলো শিশু! 

চীনের হাংঝো শহরে ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা- ১৮ তলা ভবন থেকে নিচে পড়ে গিয়েও অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছে একটি শিশু।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে জানা যায়, গত ১৫ জুলাই চীনের ঝেজিয়াং প্রদেশের হাংঝো শহরে ঘটনাটি ঘটে। ওইদিন শিশুটিকে দাদা-দাদির জিম্মায় রেখে কিছুক্ষণের জন্য বাইরে যান তার বাবা-মা। শিশুটি ঘুমিয়ে ছিল, আর দাদা-দাদি যান বাজারে।

কিন্তু হঠাৎ ঘুম ভেঙে শিশুটি উঠে বাথরুমে যায় এবং কমোডের ওপর উঠে একটি খোলা জানালা দিয়ে বাইরে পড়ে যায়। অবিশ্বাস্যভাবে শিশুটি প্রথমে একটি গাছের ডালে আটকে যায় এবং পরে মাটিতে থাকা ঝোপের মধ্যে পড়ে। এ কারণে সে সরাসরি কংক্রিটে না পড়ে প্রাণে বেঁচে যায়। সিসিটিভি ফুটেজেও ধরা পড়ে পুরো ঘটনা।

একজন প্রতিবেশী নিচে শিশুটিকে পড়ে থাকতে দেখে দ্রুত ভিডিও করে স্থানীয় কর্তৃপক্ষকে জানান। পরে শিশুটির বাবা-মা ছুটে আসেন এবং ফুটেজ দেখে স্তব্ধ হয়ে যান।

শিশুটির বাবা বলেন, প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না যে আমার ছেলে ১৮ তলা থেকে পড়েছে। হয়তো মাঝপথে ১৭ তলার জানালায় ধাক্কা লেগে তার পড়ার গতি কিছুটা থেমেছিল এবং দিকও বদলে গিয়েছিল। নাহলে হয়তো সে সরাসরি মাটিতে পড়ে যেত।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান, শিশুটির বা-হাত ভেঙেছে, মেরুদণ্ডে চোট লেগেছে এবং কিছু অভ্যন্তরীণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আশ্চর্যজনকভাবে মাথায় কোনো আঘাত লাগেনি। চিকিৎসকদের ভাষায়, এটা নিঃসন্দেহে এক অলৌকিক ঘটনা।

ঘটনার পর, সন্তানকে জীবিত পেয়ে কৃতজ্ঞতায় শিশুটির বাবা সেই গাছের ডালে একটি বড় লাল ফুল ঝুলিয়ে দেন। চীনা সংস্কৃতিতে এটি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের প্রতীক। এই ঘটনা যেন নতুন করে মনে করিয়ে দিল—রাখে আল্লাহ মারে কে!

Link copied!