• ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫
পরীক্ষামূলক সংস্করণ
শনিবার, ১২ জুলাই, ২০২৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুন ২৬, ২০২৫, ০৭:২৩ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ এ ফলাফল ঘোষণা করেন।

এসময় তিনি জানান, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ৫ লাখ ৬০ হাজার ৫৯৫ জন। উত্তীর্ণদের মধ্যে ৩৩ দশমিক ২৮ শতাংশ পরীক্ষার্থী পঞ্চাশের উপরে নম্বর পেয়েছেন। পঞ্চাশের নিচে নম্বর পেয়েছেন ৬৬ দশমিক ৭২ শতাংশ শিক্ষার্থী।

জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয় ৪ লাখ ৪০ হাজার আসন রয়েছে। অনার্সে ভর্তি হতে না পারলে তারা পাস কোর্স, কারিগরি এবং অন্যান্য শাখায় ভর্তি হতে পারবেন।

গত ৩১ মে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে লগইন করে অথবা মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে।

মোবাইল ফোনের ক্ষেত্রে NUAT লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল জানা যাবে।

Link copied!