• ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫
পরীক্ষামূলক সংস্করণ
শনিবার, ১২ জুলাই, ২০২৫

সাবেক এমপি আজাদ ও ব্যবসায়ী মাসুদের দুর্নীতির অনুসন্ধান শুরু

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুলাই ৮, ২০২৫, ০৫:৩৪ পিএম

সাবেক এমপি আজাদ ও ব্যবসায়ী মাসুদের দুর্নীতির অনুসন্ধান শুরু

কুমিল্লা-৪ আসনের (দেবিদ্বার) সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ এবং হাই স্পিড গ্রুপ অব কোম্পানিজের মালিক ইফতেখার আহমেদ মাসুদের বিরুদ্ধে দুর্নীতি ও চাঁদাবাজির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৮ জুলাই) দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি জানান।

এদিকে, অভিযোগ অনুসন্ধানে এরই মধ্যে দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসানকে অনুসন্ধান কর্মকর্তা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের বেশ কিছু তথ্য প্রমাণ পাওয়ায় কমিশন থেকে আরো অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

Link copied!