• ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫
পরীক্ষামূলক সংস্করণ
শনিবার, ১২ জুলাই, ২০২৫

আদালত অবমাননায় হাসিনার ৬ মাসের কারাদণ্ড

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুলাই ২, ২০২৫, ০২:২৫ পিএম

আদালত অবমাননায় হাসিনার ৬ মাসের কারাদণ্ড

ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালত অবমাননার মামলায় ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলের দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (০২ জুলাই) দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

Link copied!