• ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫
পরীক্ষামূলক সংস্করণ
শনিবার, ১২ জুলাই, ২০২৫

‘আপত্তিকর স্পর্শের পর মেরেছিলাম, লোকটাও আমাকে পাল্টা মারধর করে’

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুলাই ১২, ২০২৫, ০৫:৩২ পিএম

‘আপত্তিকর স্পর্শের পর মেরেছিলাম, লোকটাও আমাকে পাল্টা মারধর করে’

রাস্তাঘাটে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে প্রায়ই। এই অভিজ্ঞতা থেকে বাদ যাননি বলিউড অভিনেত্রী ফাতিমা সনা শেখও। জনসমক্ষে একবার যৌন হেনস্থার শিকার হয়েছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথাই শেয়ার করেছেন অভিনেত্রী।

ফাতিমা জানান, হেনস্থার সেই ঘটনার পর থেকে তিনি সব সময় আরও সতর্ক থাকতে শুরু করেন।

অভিনেত্রীর কথায়, ‘একবার এক ব্যক্তি খুব খারাপভাবে আমার শরীরে স্পর্শ করেছিল। সঙ্গে সঙ্গে আমি তাকে মেরেছিলাম। কিন্তু সেই লোকটাও আমাকে পাল্টা মারধর শুরু করে। খুব জোরেই লেগেছিল আমার। লোকটা আমাকে স্পর্শ করেছিল বলেই আমি গায়ে হাত তুলি। কিন্তু সেটা লোকটা সহ্য করতে পারেনি। তাই আমাকে পাল্টা মারধর করে এবং আমি পড়ে যাই।’

এই ঘটনা ফাতিমার জীবন কতটা বদলে দিয়েছিল? অভিনেত্রীর ভাষায়, ‘এই ঘটনার পরে আমি আরও বেশি সতর্ক হয়ে গিয়েছিলাম। বুঝতে পারলাম, এই ধরনের পরিস্থিতিতে কীভাবে প্রতিক্রিয়া জানাব, সেটাও আমাদের দেখে নেওয়া উচিত। কী অদ্ভুত বিষয়! আমাদের সঙ্গে খারাপ কিছু ঘটছে জেনেও আমাদের ভাবতে হয়, আমরা কীভাবে প্রতিক্রিয়া জানাব।’

শুধু এই একবার নয়, করোনার সময়েও এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল ফাতিমাকে। মাস্ক পরে মুম্বাইয়ের রাস্তায় সাইকেল চালাচ্ছিলেন তিনি। তখন এক টেম্পুচালক তার পিছু নেয়।

ফাতিমার ভাষায়, ‘আমাকে দেখে অদ্ভুত শব্দ করছিল লোকটা। বাড়ির গলিতে ঢোকার আগ পর্যন্ত পিছু নিয়েছিল সে।’ তারকা হলেও এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হয় বলে আক্ষেপ করে ফাতিমা বলেন, ‘এই ধরনের ঘটনার সম্মুখীন হওয়ার জন্য শুধু একজন মেয়ে হয়ে জন্মালেই হয়।’

Link copied!