• ঢাকা রবিবার, ১৩ জুলাই, ২০২৫
পরীক্ষামূলক সংস্করণ
রবিবার, ১৩ জুলাই, ২০২৫

পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যা: ছাত্রদল নেতা রবিনের দায় স্বীকার

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুলাই ১২, ২০২৫, ০৭:০২ পিএম

পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যা: ছাত্রদল নেতা রবিনের দায় স্বীকার

রাজধানীর পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগকে বীভৎসভাবে প্রকাশ্যে হত্যার ঘটনায় তারেক রহমান রবিন নামে এক আসামি আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তিনি ওয়ার্ড ছাত্রদলের নেতা বলে জানা গেছে।

শনিবার (১২ জুলাই) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ গিয়াসের আদালতে স্বেচ্ছায় এ জবানবন্দি দেন রবিবান। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

আসামি তারেক রহমান রবিন আলোচিত এই হত্যাকাণ্ডের এজাহারভুক্ত আসামি। তিনি রাজধানীর চকবাজার থানার ৩০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

এর আগে বৃহস্পতিবার (১১ জুলাই) রবিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা। রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে স্বেচ্ছায় জবানবন্দি দেন তিনি।

Link copied!