• ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫
পরীক্ষামূলক সংস্করণ
শনিবার, ১২ জুলাই, ২০২৫

জ্বি আমি স্বার্থপর, শাকিব খানের নায়িকা ইস্যুতে বললেন দীপা

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুলাই ৮, ২০২৫, ০৫:৩৬ পিএম

জ্বি আমি স্বার্থপর, শাকিব খানের নায়িকা ইস্যুতে বললেন দীপা

প্রতি ঈদেই নতুন সিনেমা নিয়ে হাজির হন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। তারই ধারাবাহিকতায় ২০২৬ সালের ঈদুল ফিতরে শাকিবকে নিয়ে নতুন সিনেমা বানাচ্ছেন আবু হায়াত মাহমুদ। খবর রটেছে—এই ছবিতে শাকিবের বিপরীতে দেখা যাবে টলিউডের মধুমিতা সরকারকে। আর এই খবর ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক।

ছবিতে ‘পিচ্চি হান্নান’ চরিত্রে মোশাররফ করিম, ‘কালা জাহাঙ্গীর’ চরিত্রে শাকিব খান, আর প্রধান নারী চরিত্রে মধুমিতা—এমন একটি ফ্যানমেইড ফটোকার্ড ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সেই পোস্টটি শেয়ার করে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার লিখেছেন, ‘এটা কি যৌথ প্রযোজনার সিনেমা? যদি শুধু বাংলাদেশের হয়, তাহলে আমাদের দেশে কি লিড ফিমেল রোল করার মতো কোনো শিল্পী নেই? কেন এমন কাস্টিং হচ্ছে?’

দীপার সেই স্ট্যাটাসের পর বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমনকি সম্প্রতি সময়ে তার একটি কাজেও ভারতীয় অভিনয়শিল্পীর অংশগ্রহণ নিয়েও প্রশ্ন উঠে।

বিষয়টি নিয়ে মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে আরও একটি স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী। যেখানে তিনি লিখেছেন, জ্বি আমি স্বার্থপর। আমি চাই, আমার দেশের উন্নতি হোক। আমার মিডিয়া ইন্ডাস্ট্রির উন্নতি হোক। আর্টিস্টদের লাভ হোক।

দীপা বলেন, ‘শাকিব খানের সিনেমা মানেই বিশাল কিছু। সেখানের একটা অংশ কেন আমরা অন্যদের দিয়ে দিব? যেখানে নারী লিড রোলের সুযোগ খুব বেশি থাকে না। যাও দুই-একটা থাকে সেটা যদি অন‍্য দেশের আর্টিস্টের দিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের আর্টিস্টদের জন্য কি থাকলো?

সবশেষ অভিনেত্রী লেখেন, অলরেডি অনেক আর্টিস্টই সিনেমায় প্রমাণিত। চিন্তাভাবনা বদলাতে হবে। গল্পনির্ভর সিনেমা বানাতে হবে।

 

Link copied!