চট্টগ্রাম আদালত এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। এতে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ মোট ৩৮ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি জোনের সহকারী কমিশনার মাহফুজুর রহমান এ প্রতিবেদন জমা দেন।
প্রতিবেদনে তিনি মোট চার আসামিকে অব্যাহতি দেওয়ার আবেদন করেছেন। তারা হলেন গগন দাশ, বিশাল দাশ, রাজ কাপূড ও সুকান্ত দাশ।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হত্যা মামলায় এজাহারভুক্ত এবং তদন্তে প্রাপ্ত আসামিসহ মোট ৪২ জন ছিল। তাদের মধ্যে এজাহারে উল্লিখিত তিন আসামি এবং তদন্তে প্রাপ্ত এক আসামিকে বাদ দিয়েছেন তদন্ত কর্মকর্তা। আসামিদের মধ্যে এ পর্যন্ত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ১৮ জন পলাতক রয়েছেন।
আপনার মতামত লিখুন :