এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ খেলতে রাতেই মিয়ানমার যাওয়ার কথা বাংলাদেশ নারী ফুটবল দলের। দেশ ছাড়ার আগে বাছাই পর্বের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ আছে ‘সি’ গ্রুপে। বাছাইপর্বের খেলা শুরু হয়েছে মঙ্গলবার থেকে। আর বাংলাদেশের ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী রোববার।
বাছাইপর্বে বাংলাদেশের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে বাহরাইনের বিপক্ষে। বাছাইপর্বের ম্যাচ সামনে রেখে এর আগে জর্ডানে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। প্রস্তুতি ভালো করে সম্পন্ন করার পর এবার মূল পর্বে জায়গা করে নেওয়ার লড়াই।
জর্ডানে অনুষ্ঠিত সর্বশেষ ত্রিদেশীয় টুর্নামেন্টের স্কোয়াড থেকে ২০ জনকে রেখে বাছাইয়ের দল গঠন করা হয়েছে। বাদ পড়েছেন দুই গোলরক্ষক মেঘলা রানী ও ফেরদৌসী আক্তার এবং মিডফিল্ডার শান্তি মার্ডি।
এ তিনজনের জায়গায় নতুন করে দলে ডাক পেয়েছেন তিনজন। তারা হলেন গোলরক্ষক মিলি আক্তার, স্বর্ণা রানী এবং ডিফেন্ডার নিলুফা ইয়াসমিন। এদিকে ‘সি’ গ্রুপে বাহরাইন ছাড়াও আরও আছে মিয়ানমার ও তুর্কমেনিস্তান।
আপনার মতামত লিখুন :